
স্পোর্টস রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে ক্রিকেট খেলায় সখীপুর সূর্যতরুন উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী টাঙ্গাইল স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই সেমিফাইনাল বিজয়ী দল শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশ নিবে।
দিনের প্রথম সেমিফাইনাল খেলায় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৬৪ রানে নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠেছে। খেলায় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২১ রান করে। দলের পক্ষে হারুন সর্বোচ্চ ৫০ রান করে। বোলিংয়ে বিজিত দলের আরাফ ৩টি উইকেট দখল করে। জবাবে নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় ১১.২ বলে ১০ উইকেট হারিয়ে ৫৭ রানে অলআউট হলে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৬৪ রানে জয়লাভ করে ফাইনালে উঠে। বোলিংয়ে বিজয়ী দলের নাঈম ৩টি উইকেট দখল করে।
দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সখীপুর সূর্যতরুন উচ্চ বিদ্যালয় ১৯ রানে টাঙ্গাইল বিবেকানন্দ হাইস্কুলকে পরাজিত করে ফাইনালে উঠেছে। খেলায় সখীপুর সূর্যতরুন উচ্চ বিদ্যালয় টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে হারিয়ে ৮৮ রান করে। দলের পক্ষে অন্তর সর্বোচ্চ ৩০ রান করে। বিজিত দলের পক্ষে প্রান্ত ১০ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে বিবেকানন্দ হাইস্কুল ১৪.২ বলে ৬৯ রান করে। দলের পক্ষে সোয়াদ সর্বোচ্চ ২৩ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের পক্ষে আসিফ ৭ রানে ৩টি এবং শাহেদ ৭ রানে ২টি উইকেট দখল করে। দুটি সেমিফাইনাল খেলা সার্বিক তত্তাবধানে ছিলেন জেলা শিক্ষা প্রশিক্ষণ সমন্বয়কারী আব্দুল মান্নান। খেলায় আম্পায়ার ছিলেন রিপন কুমার সরকার ও স্বপন কুমার দত্ত, স্কোরার উত্তম গৌড় এবং ম্যাচ রেফারী আনিসুর রহমান আলো।