মির্জাপুরে তিন ক্লিনিকের মালিকে জরিমানা

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে তিন ক্লিনিক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন অবৈধ ও নোংরা পরিবেশে বিধি বহির্ভূতভাবে ক্লিনিক ও হাসপাতাল পরিচালনা করায় এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এই জরিমানা আদায় করেন।
জানা গেছে, মির্জাপুর উপজেলা সদর, জামুর্কী, গোড়াই ও বাঁশতৈল ইউনিয়নে ২০/২৫টি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় মির্জাপুর জেনারেল হাসপাতালকে ৫ হাজার, মির্জাপুর চক্ষু হাসপাতাল ৫ হাজার ও সিয়াম ডিজিটাল ক্লিনিকের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, উপজেলা সেনিটারী ইন্সপেক্টর ইসরাত জাহান, ইপিআই এজাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

২৮২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *