নাগরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

আইন আদালত টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বটতলা এলাকায় অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা ২০ কেজি ২০০ গ্রাম মাদকদব্য গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়ন ময়মনসিংহ এর অপারেশনস অফিসার উপ-পরিচালক আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর উপজেলার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শফিকুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম (৩৪) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মৃত তাহের মিয়ার ছেলে তমিজ উদ্দিন ওরফে স্বপন কে (২৩) গ্রেফতার করা হয়। এ সময় অপর আসামী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা এলাকার গফুর মৃধার ছেলে নান্নু মৃধা (৬৬) পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১ টি পুরাতন প্রাইভেটকার, ২ টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ২০ হাজার ৯০০ টাকা উদ্বার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলাতক আসামি নাগারপুরের গয়হাটা এলাকায় বিল্লাল মিয়া (২৯) এর শশুরবাড়ীর উঠানে মাটির নিচ হতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃজেলা মাদককারবারী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা ব্রাক্ষণবাড়িয়া জেলা হতে অবৈধ মাদকদব্য গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

১৮৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *