স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলে পূবালী ব্যাংক পি সি এল এর প্রথম ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের একটি রিসোর্টেও হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পি সি এল এর টাঙ্গাইল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সমবারু চন্দ মহন্ত।
ব্যবস্থাপক সম্মেলনে টাঙ্গাইল অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল থেকেই প্রধান অতিথি দেশের প্রত্যেকটি অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
২৩৫ Views