
স্টাফ রিপোর্টার ।।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় টাঙ্গাইলে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা যুবলীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ মামুন।
জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সিকদার মানিক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, শহর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমুসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।