
এরশাদ মিয়া, নাগরপুর ॥
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের প্রথম কাজ হচ্ছে, পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পন্যের যদি সরবরাহ পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারী করতে পারবেনা। এ বিষয়ে খাদ্য পণ্যের সরবরাহকারীদের সাথে আমাদের কথা হয়েছে। আসন্ন রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পন্য সরবরাহ করা হবে। বিশেষ করে আমরা যদি দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে আনতে পারি সে কাজ আমরা হাতে নিয়েছি। আগামীতে আমরা সফলভাবে করবো। আমাদের উপর আস্থা হারাবেন না। নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রথম ইস্তেহার ছিল দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা মানুষের মধ্যে রাখা। আমাদের কার্যক্রম শুরু হয়েছে। টিসিবির ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছি। এর পরিমাণ বাড়বে, পরিধি বাড়বে। আপনারা যদি সুষ্ঠুভাবে বন্টন করেন আমি মনে করি মানুষদের কোন অভাব থাকবে না।
প্রতিমন্ত্রী শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকা সমুহ যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষাকল্পে বাম তীর বরাবার ছয় কিলোমিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ দ্বারা নদী তীর প্রতিরক্ষামুলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে চক্রান্ত কিন্তু এখনও শেষ হয়নি। এখনো কিন্তু একটি দল নির্বাচনের ফলাফলকে এই সরকারকে ব্যর্থ করার জন্য পদে পদে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব তার সাথে কাজ করার যে সুযোগ হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের সফলতা আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্দিচ্ছায় নদী পারের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙ্গন প্রতিরোধে ২১ লাখের উপরের জিওব্যাগ ফেলা হবে।বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন আমি চাই আমাদের দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে শৃঙ্খলা রেখে কাজ করবে। এই নির্বাচনে কোন দলীয় প্রতীক দেয়া হবে না। কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু সারাবিশ্ব যেন দেখতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সুষ্ঠ নির্বাচন গণতান্ত্রিক দ্বারা চলা সম্ভব। এটাই কিন্তু আমাদের বড় স্বার্থকতা হবে। ভোটে হয়তো একজন জিতবে, কিন্তু সরকার জিতবে যদি সকলের অংশগ্রহণে হয়, স্বতঃস্ফূর্ত হয়। যার ভোট যেন সে দিতে পারে। আপনারা যারা এখন থেকেই নির্বাচন করতে আগ্রহী জনগণের ভালোবাসার জন্য কাজ করেন। জনগণ যদি আপনার পক্ষে থাকে, তাহলে আপনার জয় নিশ্চিত হবে।
নদী তীর প্রতিরক্ষামুলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরির্দশন করেন।
একই দিন শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে নাগরপুরের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত এক নাগরিক সংর্বধনা দেয়া হয় বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যার মুজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমূখ।
এছাড়া শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটুকে বানিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় গয়হাটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।