
সখীপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইলের সখীপুরে ফাইলা পাগলার মেলায় পলিথিনে ভরে ২৬ লিটার চোলাই মদ নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। কিন্তু পথেই তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তার হন। শুক্রবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতুয়া নয়াপাড়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু হানিফ (৪১) সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সানবান্দা এলাকার ও আয়নাল হক (৪৫) ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, হানিফ ও আয়নাল তাঁদের কাছে থাকা ২৬ লিটার চোলাই মদ দাড়িয়ারপুর ফাইলা পাগলার মেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের কাছে তাঁরা ধরা পড়েন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ফাইলার মেলাকে কেন্দ্র করে মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যায়। তাই শুরু থেকেই আমরা মেলাটি কঠোর নজরদারির মধ্যে রেখেছি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।’