নাগরপুরে সাজাপ্রাপ্ত ৪ আসামী গ্রেফতার করেছে পুলিশ

আইন আদালত টাঙ্গাইল নাগরপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে সাজাপ্রাপ্ত ৪ জন আসামীকে গ্রেফতার করছে নাগরপুর থানা পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) ঢাকা, গাজীপুরসহ সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সুমন মিয়া, আজিজুল হক, আলমগীর হোসেন ও আরফান আলী।
পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের (পারিবারিক মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত) আলমগীর হোসেনের ছেলে সুমন মিয়া, (তিনটি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত) একই গ্রামের দক্ষিনপাড়ার মুলতান উদ্দিনের ছেলে আজিজুল হক, (তিনটি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত) মধ্যপাড়ার মোকছেদ আলীর ছেলে আলমগীর হোসেন ও (প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত) পাকুটিয়া ইউনিয়নের রাথুরা গ্রামের মোকছেদ আলীর ছেলে আরফান আলী। তারা দীর্ঘদিন ধরে তাদের নাম, পরিচয় গোপন করে ওইসব এলাকায় বসবাস করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শ্রীজীব অধিকারী, এএসআই জাহাঙ্গীর ও তসলিমসহ পুলিশের ফোর্স নিয়ে ঢাকা, গাজীপুর ও সাভার এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত ৪ জন আসামী গ্রেফতার এরাতে দীর্ঘদিন ধরে নাম-পরিচয় গোপন রেখে বিভিন্ন জেলায় বসবাস করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামীদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

৩৪৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *