মধুপুর ও ঘাটাইলে ৫ ইটভাটায় ২৫ লাখ টাকা জরিমানা

আইন আদালত ঘাটাইল টাঙ্গাইল মধুপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পাঁচ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা আর্থিক জরিমানা ও দুটি ভাটার চুল্লি এবং কাঁচা ইট ধ্বংশ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী মধুপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ সহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মধুপুরের দড়িহাতিল এলাকার মেসার্স মধুপুর ব্রিকস ও মেসার্স তিতাস ব্রিকস, কুড়ালিয়ার মেসার্স আশা ব্রিকস ও মেসার্স সিটি ব্রিকস এবং ঘাটাইল উপজেলার রসুলপুরের মেসার্স সালাম/সাগর ব্রিকস মালিককে পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঘাটাইল উপজেলার মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকসের চুল্লি ও কাঁচা ইট ভেকু মেশিন ও পানি ছিঁটিয়ে ধ্বংশ করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকদেরকে নির্দেশনা প্রদান করা হয়।

১২৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *