স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় সোমবার (২৯ জানুয়ারি) চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে বিক্রি নিষিদ্ধ ১৫০ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত আলমাস হোসেন বরিশাল জেলার হোসনেবাদ উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলায় হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যান চেকপোস্টে পৌঁছলে থামিয়ে তল্লাশি করা হয়। পরে চালক আলমাসের হেফাজতে থাকা বিক্রি নিষিদ্ধ ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আলমাস পুলিশকে জানায়, তিনি ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
টাঙ্গাইলে ফেন্সিডিলসহ ১ জন গ্রেপ্তার
২৫৩ Views