স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বির্নিমানে করনীয়” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
টাঙ্গাইল স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীমা-আরা রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক নাফিসা আক্তার, সির্ভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতারের তত্বাবধায়ক ডা: খন্দকার সাদিকুর রহমানসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন, ও বিভিন্ন পেশার লোকজন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা আলোচনায় কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বলেন ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়ন করতে হলে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, আইন ও প্রযুক্তিগত অবকাঠামো সৃষ্টি এবং সব পর্যায়ে তা বাস্তবায়নের জন্য স্বচ্ছতার সঙ্গে পদক্ষেপ ও দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নিতে হবে। বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত করতে হবে সকলকে।
টাঙ্গাইলে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
৩২৮ Views