টাঙ্গাইলের চমচম জি.আই. পণ্য সনদ পাওয়ায় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টিজাত পণ্য পোড়াবাড়ির চমচম বাংলাদেশ সরকারের ভৌগলিক নির্দেশক ইউনিট কর্তৃক জি.আই. পণ্য হিসেবে নিবন্ধন সনদ পাওয়ায় পর্যালোচনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। জেলা প্রশাসক পোড়াবাড়ির চমচমের গুনগত মান ধরে রাখেতে ও ব্যবসার সম্প্রসারন করতে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, জেলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ী ও আনারসেও জি.আই. পণ্যের সনদ পেতে জেলা প্রশাসনের পক্ষ হতে উদ্যোগ নেয় হয়েছে।
সভায় জেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মিষ্টি ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২২০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *