টাঙ্গাইলে তৃনমূলে ফুটবলার বাছাইয়ে আর্জেন্টিনার ফুটবলার রোমানেলো

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

সাদ্দাম ইমন ॥
টাঙ্গাইলে আর্জেন্টিনা দুতাবাসের প্রতিনিধি ও সাবেক ফুটবলার ম্যাক্সিমিলিয়ানো রোমানেলো তৃনমূল পর্যায়ে ফুটবলার বাছাইয়ে অংশগ্রহণ করলেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে (অনুর্দ্ধ-১৫) বালক ফুটবলার বাছাই কার্যক্রমের সমাপ্তি দিনে তৃনমূল প্রতিভা অন্বেষন কার্যক্রমে (অনুর্দ্ধ-১৭) বালক/বালিকা বয়সী ফুটবলার বাছাই করা হয়েছে। এই বাছাইকৃত ফুটবলাররা ঢাকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা দলের পক্ষে প্রতিনিধিত্ব করবেন।
টাঙ্গাইল জেলায় ফুটবল প্রতিভা অন্বেষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফিনিটি গ্রুপ ও মিয়া ভাই ফেডারেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ভাই। টাঙ্গাইল সদর উপজেলা নিবার্হী অফিসার হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্জেন্টিনা দুতাবাসের প্রতিনিধি মাক্্রমিলানো রোমাননিলো, টাঙ্গাইলের সাবেক ফুটবলার তারেক হাসান খান জুয়েল, বাপন ও উজ্জল চক্রবর্তী। জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজের তত্বাবধানে খেলোয়াড় বাছাই কার্যক্রমে কোচ হিসেবে সহযোগিতা করেন ইউসুফ আলী খান, রনজিত রায় ও বজলুর রহমান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ধারাভাষ্যকার আলীম মিয়া।
ফুটবলার বাছাই কার্যক্রমে (অনুর্দ্ধ-১৭) বয়সী ২৮ জন বালক ও ১৮ জন বালিকা নির্বাচিত করা হয়েছে। সকাল থেকে (অনুর্ধ্ব-১৭) বালক-বালিকা ফুটবলার বাছাই শুরুর পর দুপুর ২টায় খেলোয়াড়দের ইনজুরি নিয়ে সেমিনার এবং ফ্রী চিকিৎসা করেন ডাক্তার রাহুল বেদনাথ। বিকেলে ফুটবল খেলার পর বাছাই প্রক্রিয়া শেষে পুরষ্কার বিতরণীতে কিছুদিন পূর্বে নির্বাচিত (অনুর্দ্ধ-১৫) বালকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

 

 

২১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *