নাগরপুর প্রতিনিধি ॥
দীর্ঘদিন ধরে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে রাত দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালি চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল একটি চক্র। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক অভিযান চালিয়ে সহবতপুর ইউনিয়নের ইউপি সদস্য ইব্রাহিম মিয়া ও টলি ট্রাক চালক মনির মিয়াকে আটক করে। পরে মাটিকাটা আইনে তাদেরকে ১ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন, সরকারি জায়গা থেকে বালি উত্তোলন করে অবৈধ ভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করছিল। খরব পেয়ে নাগরপুর থানা পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় সহবতপুর ইউনিয়নের ইউপি সদস্য ইব্রাহিম মিয়া ও টলি চালক মনির মিয়াকে আটক করা হয়। দুইজনকে মাটি কাটা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করা হবে বলেও তিনি জানান।