
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট ও পলিয়েটিভ কেয়ার সোসাইটি বাংলাদেশ (পিসিএসবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ঢাকার গুলশান অফিসে এই সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষরিত হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) কুমুদিনী পরিবারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেয়া হবে। এতে সাধারণ মানুষ সাশ্রয়ী খরচে সেবা নিতে পারবে।
জানা গেছে, সারা দেশে পলিয়েটিভ কেয়ার সার্ভিস প্রদানের লক্ষ্যে উভয় সংস্থা সেবার গুনগত মান বৃদ্ধিতে জ্ঞান ও দক্ষতা শেয়ার করবে। পলিয়েটিভ কেয়ারের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স কেয়ারগিভার, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী এবং সমাজের উৎসাহী ব্যক্তিবর্গকে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং গুনগত পলিয়েটিভ কেয়ার সার্ভিস সম্প্রসারণে গবেষণার ব্যবস্থা করা হবে। এছাড়া সুবিধাবঞ্চিত সস্প্রদায় যেমন, শারীরিক ভাবে কিছুটা সক্ষম, তৃতীয় লিঙ্গ প্রভৃতি শ্রেণির ব্যক্তিদের প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসের ক্ষেত্রে উৎসাহিত করা হবে।
কুমুদিনী হাসপাতালের ডেপুটি জেনারেল মেনেজার অনিমেশ ভৌমিক লিটন জানান, চুক্তিতে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং পিসিএসবির পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ডা. নিজাম উদ্দিন আহমেদ। এই সমঝোতা চুক্তির ফলে জনসাধারনের সেবাদানের ক্ষেত্রে প্রভুত উপকার হবে।