
স্টাফ রিপোর্টার ॥
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ সিপিসি-৩ এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাজা, নগদ টাকা, চোরাই মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলা চর চৌহাট এলাকায় টাঙ্গাইল র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ সিপিসি-৩ কোম্পানী অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলামের নেতৃত্বে র্যাবের দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বুধবার (৩১ জানুয়ারি) র্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), একই গ্রামের তারা মিয়ার ছেলে জালাল উদ্দিন (৩৯), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগি গ্রামের বাদশা মিয়ার ছেলে সুজন মিয়া (২৬), একই উপজেলার উয়ার্শী ইউনিয়নের সার্ফতা গ্রামের মিজানুর রহমানের ছেলে হৃদয় ভূইয়া (২০)।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭শ গ্রাম গাঁজা, ২টি চোরাই মোটরসাইকেল, ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।