
স্পোর্টস রিপোর্টার ॥
পুরাতন এ্যাডহক কমিটি ভেঙে দিয়ে আবারও নতুন করে টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুককে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বাফুফের ওই চিঠিতে বলা হয়েছে, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর কার্যনির্বাহী কমিটির মেয়োদ পূর্ন হয়েছে। বারবার কমিটির মেয়াদ বৃদ্ধি করা হলেও অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিধায় টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠভাবে আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট নতুন এ্যাডহক কমিটি গঠন করা হলো।
নতুন এই এ্যাডহক কমিটির আহবায়ক করা হয়েছে জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুককে। অন্যান্য সদস্যরা হলেন- সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, এ হাসান ফিরোজ, ঝোটন ঘোষ, শামছুল হক, খন্দকার শহিদুল আহমেদ রঞ্জন, বজলুর রহমান।
এই কমিটিকে আগামী ২ মাসের (৬০ দিন) অর্থাৎ আগামী (১ এপ্রিল) এর মধ্যে টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশন এর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অবহিত করার জন্য বলা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই চিঠির অনুলিপি দিয়েছে- জেলা প্রশাসক, টাঙ্গাইল জেলা ও প্রধান উপদেষ্টা জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ), পুলিশ সুপার, টাঙ্গাইল জেলা ও উপদেষ্টা জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ), সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) বিলুপ্ত হওয়া আহবায়ক কমিটির কয়েকজন সদস্যরা নাম প্রকাশ করার শর্তে জানান, প্রতি ৪ বছর পরপর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচন হওয়ার কথা থাকলেও বিগত ২০১৬ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পরে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন না হওয়ায় একাধিকবার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। এমন অনিয়মের কারণে এবং নির্বাচিত কমিটি গঠিত না হওয়ায় ফিফা নানাবিধ আপত্তি জানিয়ে আসছে। আজ (৩১ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আবার নতুন করে এ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলে দিয়েছে। আমরা চাই একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) কার্যকরী কমিটি গঠন করা হোক।