
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী প্রতিষ্ঠানের স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ সালমা। এ সময় প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষক মুজিবুর আল-মামুন, শিক্ষক দিলীপ চন্দ্র কর্মকারসহ অন্যন্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।