বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যার সাক্ষ্য গ্রহণ দশম বারের মতো পেছালো

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সর্বশেষ সাক্ষী ও এই মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ এবারো হয়নি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এবার নিয়ে সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ দশম বারের মতো পেছালো।
টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার পর যে সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তা তলবের আবেদন করেছিল আসামি পক্ষের আইনজীবীরা। তা শুনানী শেষে গত (২৫ জানুয়ারি) বিচারক আফরোজা বেগম আবেদনটি নাকচ করে দেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা অশোক কুমার সিংহের সাক্ষী গ্রহণের প্রাক্কালে আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, জিডি তলবের যে আবেদন নাকচ করে দেয়া হয়েছে, তার বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করেছেন। তাই তারা সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখতে বলেন। পরে বিচারক সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন। তিনি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী (৮ ফেব্রুয়ারি) তারিখ দেন।
এ বিষয়ে অতিরিক্ত সরকারি কৌশুলী মনিরুল ইসলাম খান জানান, এই মামলায় কারাগারে থাকা আসামি টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি ও বাবুকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অপর আসামি ঘাটাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ সবাই আদালতে উপস্থিত ছিলেন।

 

 

৩৪৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *