নুর আলম, গোপালপুর ॥
প্রতিবছরের ন্যায় শীতার্ত নারী-পুরুষের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করেছেন ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের বাসভবনে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শীতার্ত মানুষের মাঝে তিনি নিজ হাতে কম্বল বিতরন করেন। ঢাকা থেকে তার বাড়িতে আসার খবর শুনে ভোর থেকেই নগদা শিমলা, ঝাওয়াইল, হেমনগর, হাদিরা ইউনিয়নের মানুষ তার বাড়িতে ভিড় জমায়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, আমি সব সময় খেটে খাওয়া মানুষের সেবায় নিয়োজিত আছি, আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন নিজ হাতে ২০১ গম্বুজ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করে রেখে যেতে পারি।
১৮০ Views