
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ধরুন সারটিয়া গ্রামে টাঙ্গাইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম, লামিয়া খাতুন প্রমুখ।
টাঙ্গাইলে নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে জানানো হয়, ফিরোজ মিয়ার ৫০ শতাংশ জমিতে বারি ১৪ জাতের সরিষা প্রদর্শনীতে ফলন হয়েছে সাড়ে ১০ মণ। কৃষক ফিরোজ মিয়া বলেন, আমি বারি ১৪ জাতের সরিষার চাষ করেছিলাম অনেক ভালো ফলন হয়েছে। আশা করছি এবার দাম ভালো পাবো। কৃষি অফিস থেকে আমাকে সব ধরনের সহযোগিতা করেছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার বলেন, ফিরোজ মিয়াসহ প্রান্তিক পর্যায়ের কৃষকদের বারি ১৪ জাতের সরিষার বীজ দেয়া হয়েছিল। তাদের জমিতে ফলন ভালো হয়েছে। দাম তারা ভালো পাবে। কৃষকরা অনেক খুশি সরিষার ফলন ভালো হওয়াতে।