
স্টাফ রিপোর্টার ॥
টানা তৃতীয় মেয়াদে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হাওয়ায় ছানোয়ার হোসেনকে গণসবংর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গণসবংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক, দ্যাইনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন প্রমুখসহ সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ।