
নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন, জুমার নামাজ আদায় করেন জনতা ব্যাংক পিএলসির উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজে মুসুল্লিদের সাথে মুঠোফোনে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির এমডি আ. জব্বার, উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস বাদল , জনতা ব্যাংক পিএলসির সিবিএর উপদেষ্টা সিরাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অতিথিদের স্বাগত জানান ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
এ সময় ছোট মনির এমপি বলেন, মসজিদ উদ্বোধন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, তিনি সময় দিলেই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ২০১ গম্বুজ মসজিদ দেখতে সারা বিশ্বের অসংখ্য মানুষ আসছে, তাই ধর্মীয় স্বার্থে মসজিদ সংলগ্ন দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেয়া হবে। এদিন সরকারি সফরে ২০১ গম্বুজ মসজিদে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের উপস্থিত থাকার কথা থাকলেও, বিদেশী মেহমানদের সাথে জরুরি বৈঠক থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।