
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কালিহাতী পৌর এলাকার ঘুনী আরাফা ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে ঘুনী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মোহাম্মদপুরের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তিনি স্ত্রী ও তিন কণ্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করা হয় এবং পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক ও কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদকে রাষ্ট্রীয় সালাম দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু ও কালিহাতী পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানাসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাঁর জানাজায় অংশ নেন।