মাভাবিপ্রবি সংবাদদাতা ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘A New Apporach in Teaching-Learning at MBSTU’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের আইকিউএসি এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।
এছাড়াও কি পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মাহবুবুল হক ও অতিরিক্ত পরিচালক ড. সৈয়দ মহিবুল হোসেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪ জন সহকারী অধ্যাপক (এফটিএনএস বিভাগ) ও সকল প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।
মাভাবিপ্রবিতে আইকিউএসির শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত
২১৫ Views