
সোহেল রানা, কালিহাতী ॥
হালিমা নামের ৫২ বছর বয়সী এক বৃদ্ধা গত ১২ দিন যাবৎ নিখোঁজ আছেন। সম্ভাব্য জায়গায় খোঁজ করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার স্বামী ছেকান্দর আলী ওরফে ছেকা পাগলা। ছেকান্দর আলী সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ফাইলা পাগলার মেলা থেকে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা সওদাগর পাড়া নিজ বাড়িতে ফেরার সময় হালিমা (৫২) নামের ওই বৃদ্ধা নিখোঁজ হয়। তিনি মানসিক ভারসাম্যহীন। তার পরনে ছিল লাল রঙের কাপড় ও খয়েরী রঙের সোয়েটার। মাথায় পা পর্যন্ত জট চুল রয়েছে।
হালিমার সন্ধান পেলে ০১৭০৬৬৭২২০০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার স্বামী।