
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ডাম্প ট্রাকের চালকের সহকারি নিরঞ্জন চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত নিরঞ্জন চন্দ্র দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চট্রাগ্রামের মীরেরসরাই উপজেলার শস্যরোল গ্রামের হীরা লাল দাসের ছেলে নিরঞ্জন চন্দ্র দাস মির্জাপুরের মীর দেওহাটা গ্রামের আলমের ভাড়া বাসায় বসবাস করেন। সে ডাম্প ট্রাকের চালকের সহকারি হিসেবে কাজ করে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে চারটার দিকে নিরঞ্জন চন্দ্র দাস দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে কদিম দেওহাটা গ্রামের শাজাহানের ছেলে নুরাইন ও সামছুলের ছেলে শাহআলম ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় নিরঞ্জনের কাছে থাকা ২৯ হাজার ৫০০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সন্ধায় নিরঞ্জন চন্দ্র দাস দুইজনকে আসামী করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মির্জাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।