
মাভাবিপ্রবি প্রতিনিধি ॥
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড রিসোর্স মেনেজমেন্ট (ইএসআরএম) বিভাগ কর্তৃক পিঠা উৎসব আয়োজিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের ইএসআরএম বিভাগের করিডোরে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, প্রক্টর প্রফেসর ড. মীর মোজাম্মেল হক, ইএসআরএম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ, এফটিএনএস বিভাগের প্রফেসর ড. আজিজুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে নকশী পিঠা, খেজুর পিঠা, পায়েস, পানতোয়া, নারকেল পুলি, মাছ পিঠা, ফুলঝুড়ি, পাটিসাপটা, ডিম পিঠা উল্লেখযোগ্য।