
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বেসামরিক প্রশাসনে চাকরীরত ও সরকারী কর্মচারি মৃত্যুবরণ ও গুরুতর আহতদের ৭৭ জনের মাঝে ৬ কোটি ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন এনডিসি খায়রুল ইসলামসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।