স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলে সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার (৯ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। সৃষ্টি শিক্ষা পরিবার পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ররিফুর ইসলাম রিপন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল উসলাম আলমগীরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।