
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মির্জাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় লোকনাথ মন্দিরে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এ্যাড. গোবিন্দ চন্দ্র ঘটক।
আশুতোষ চক্রবর্তী লিটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জ্যোতিবিনোদ গোস্বামী, টাঙ্গাইল জেলা কমিটির সম্পাদক উৎপল চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন লালু, পূজা উদযাপন পরিষদ মির্জাপুর শাখার সভাপতি বিকাশ গোস্বামী, সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কও, সুশীল ভট্টাচার্য, শান্ত চক্রবর্তী প্রমুখ বক্তৃতা করেন। সম্মেলন শেষে আশুতোষ চক্রবর্তী লিটনকে সভাপতি ও সুশীল ভট্টাচার্যকে সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।