মির্জাপুরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে আহত

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামকে কিশোর দলের সদস্যরা কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত আতিকুলকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে বাইমহাটী পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আতিকুলের বড় ভাই সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কিশোর দলের সদস্য বাইমহাটী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শুভর নেতৃত্বে কিশোর দলের কয়েকজন সদস্য পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের সঙ্গে বিরোধের চেষ্টা চালায়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা জামে মসজিদে এশার নামাজ শেষে আতিকুল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাইমহাটী পালপাড়া প্রফেসর নুরুল ইসলামের বাসার সামনে পৌছালে শুভর নেতৃত্বে কিশোর দলের কয়েকজন সদস্য আতিকুলের গতিরোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। তার আর্তচিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এবং পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত আতিকুলের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে বাইমহাটী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শুভ, শহিদুল ইসলামের ছেলে নাহিদ, সিফাতের ছেলে সিয়াম, কিতাব আলীর ছেলে সুজন, হালিম মিয়ার ছেলে সিদ্দিকী, পোষ্টকামুরী গ্রামের আতকের ছেলে শাওনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে থানায় মামলা করেছেন।
এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিদ্দিক মিয়ার ছোট ছেলে শিশির ও হানিফের ছেলে রাফি বাইমহাটী গ্রামের ফরহাদের ছেলে আবু বক্করের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করে।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইাসলামের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলা নম্বর ৮। পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন।

২৮১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *