ধনবাড়ীতে ৭ দফা দাবিতে মানববন্ধন ॥ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

টাঙ্গাইল ধনবাড়ী

ধনবাড়ী সংবাদদাতা ॥
সাত দফা দাবিতে নিরাপদ সড়ক চেয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধনবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধনবাড়ীর যাত্রিবাহী বাসগুলোর কারণে প্রতিনিয়তই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। চালকরা বাস চালানোর সময় কোনো তোয়াক্কা করে না। খেয়াল-খুঁশি মতো সড়কে বাস রাখায় সৃষ্টি হয় লম্বা যানজটের। গত (৭ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনায় মারা যায় কলেজ শিক্ষার্থী মাফুজুর রহমান সিয়াম (২২), গত (৫ ফেব্রুয়ারি) সার্থক রায় (২২)। এছাড়াও সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষকসহ ধনবাড়ীর আঞ্চলিক মহাসড়কে ঘটনাস্থলে মোট প্রাণহানি হয় সাত জনের। এসব মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে তাঁরা আরও বলেন, আর যেন কোনো মায়ের কোল শূন্য না হয়। সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকার যেন আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সার্থক রায়ের চাচা সজল ভদ্র, আব্দুল মজিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান রনি, মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সভাপতি শহিদুল্লাহ, নিহত সিয়াম ও সার্থকের সহপাঠি কৌশিক, সবুজ মিয়া, শান্ত আহমেদ, তৌসিফ ও শিহাদ আহমেদসহ আরও অনেকে।

১৫৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *