গোপালপুরে পটগান ও নাটক প্রদর্শনী

গোপালপুর টাঙ্গাইল বিনোদন

নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া-শাখাই বিল উপ প্রকল্প সংলগ্ন সুজনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের জন্য বাংলার ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) তিনটায় অনুষ্ঠিত আয়োজনের সভাপতিত্ব করেন ভুটিয়া-শাখাই বিল উপ প্রকল্পের সভাপতি ইয়াকুব আলী।

প্রধান অতিথি ছিলেন এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, গোপালপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও স্থানীয় নারী- পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এবং জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে জনপ্রিয় লোকগীতি পটগান ও নাটক পরিবেশনায় ছিলেন রুপান্তর।

১৪৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *