স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-২৪ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী)। এই প্রতিযোগিতায় শুধু টাঙ্গাইল জেলার এ্যাথলেটিকস (ছেলে ও মেয়ে) খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এ্যাথলেটিকস উপ-পরিষদের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেটিকস উপ-পরিষদের সম্পাদক আনিছুর রহমান আলো জানান, বার্ষিক এ্যাথলেটিকস ক্রীড়া প্রতিযোগিতায় ছেলে ৩টি ও মেয়ে ৩টি মোট ৬টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে। এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অনুর্দ্ধ-১২ হতে ১৪ (বালক/বালিকা), ১৫ হতে ১৮ (কিশোর/কিশোরী) এবং ১০ হতে তদুর্দ্ধ (পুরুষ ও মহিলা) মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
ছয় ক্যাটাগরি হলো- অনুর্দ্ধ-১২-১৪ (বালক ও বালিকা) ৫০ মিঃ ১০০ মিঃ, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ। অনুর্দ্ধ-১৫-১৮ (কিশোর ও কিশোরী) ১০০ মিঃ, ২০০ মিঃ, ৪০০ মিঃ, ১০০+৪ যোগাযোগ দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, গোলক নিক্ষেপ, চাতকী নিক্ষেপ।
অনুর্দ্ধ-১৯ হতে তদুর্দ্ধ বয়সি (পুরুষ ও মহিলা) ১০০ মিঃ, ২০০ মিঃ, ৪০০ মিঃ, ১০০+৪ যোগাযোগ দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, গোলক নিক্ষেপ, চাতকী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ।
এই বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কায়ছারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেটিকস উপ-পরিষদের সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু তত্বাবধানে জেলা এ্যাথলেটিকস উপ-পরিষদের সম্পাদক আনিছুর রহমান আলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা পরিচালনা করবেন।