স্টাফ রিপোর্টার ॥
মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী টাঙ্গাইলের হাফিজুর রহমানকে আর্থিক সহযোগিতা করলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে বিজয়ীর হাতে উপহারটি তুলে দেন জেলা প্রশাসক। স্বর্ণপদক জয়ী হাফিজুর রহমান টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পানকাতা এলাকার আমির আলীর ছেলে ও ধনবাড়ি সরকারি কলেজের এইচএসসি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
সম্প্রতি ঢাকার মিরপুর স্টেডিয়ামে রয়েল বেঙ্গল ফাইটিং চ্যাম্পিয়শীপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় এবং শেখ কামাল স্মৃতি মার্শাল আর্ট প্রতিযোগিতা ও হাবিব’স এম এম এ একাডেমি ক্লাব ফাইটিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় মিক্সড মার্শাল আর্টে স্বর্ণপদক জয় করেন। ঢাকায় উচ্চতর প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম হাফিজুরকে এই আর্থিক সহযোগিতা দিলেন।
মার্শাল আর্টে স্বর্ণপদক জয়ী হাফিজুরকে সহায়তা করলেন ডিসি
১৪৮ Views