
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মির্জাপুর মহিলা কলেজ মাঠে আল ইমাম ইসলামিক সেন্টার এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন মা সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইব্রাহিম মিয়া, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাউদ্দিন আশরাফী’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। আরও বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা হোসাইন মোহাম্মাদুল্লাহ, আলহাজ্ব মাওলানা ফরিদ হোসাইন, মাওলানা জামিনুর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। মির্জাপুর মহিলা কলেজের দাতা সদস্য ওয়াজ উদ্দিন সিকদার জানান, বাওয়ার কুমারজানী গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছর এই মাহফিলের আয়োজন করা হবে বলে তিনি জানিয়েছেন।