মধুপুরে সমলয়ে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপন

কৃষি টাঙ্গাইল মধুপুর

হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসুচীর আওতায় রবি মৌসুমে বোরো (হাইব্রীড) ধানের সমলয়ে চাষাবাদের লক্ষ্যে হাইব্রীড এসএলএইচ ৮ জাতের ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের যন্ত্রের সাহায্যে রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নরকোনা কৃষক আক্তার হোসেনের বাড়ীতে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন রাসেল এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া আক্তারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মুহাম্মদ দুলাল উদ্দিন। অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু, তাপস কুমার সরকার, কৃষক শাজাহান আলী প্রমুখ।
এ সময় এলাকার পুরুষ ও নারী কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের একই জমিতে বছরে তিনবার ফসল চাষাবাদের সুযোগ সৃষ্টি হবে। প্রাথমিকভাবে নরকোন গ্রামে ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হবে।

৩৪০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *