
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১৭৫ জন শিক্ষার্থীর মাঝে ৭৫টি স্কুল ব্যাগ ও ১০০ টিফিন বক্্র বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সহকারি প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, নারী উন্নয়ন ফোরাম মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলো রানী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য নারী উন্নয়ন ফোরামের নেত্রী নাছিমা আক্তার, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।