সাদ্দাম ইমন ॥
বিভিন্ন বয়সী দেড় শতাধিক ছেলে-মেয়েদের অংশগ্রহণে এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দিনব্যাপী জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাকজমপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও এ্যাথলেটিকস উপ-পরিষদের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান সুখন ও ইফতেখারুল অনুপম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান।
জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেটিকস উপ-পরিষদের সম্পাদক আনিছুর রহমান আলোর তত্বাবধানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের দৌড়, গোলক নিক্ষেপ, চাতকী নিক্ষেপ ও বর্শা নিক্ষেপ খেলাগুলো অনুষ্ঠিত হয়। খেলায় ১২ থেকে ১৪ বছর, ১৫ থেকে ১৮ বছর এবং ১৯ থেকে তদুর্ধ্ব (পুরুষ ও মহিলা) বয়সের ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। ৪০০, ২০০ ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে পুরষ্কারপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন- রাসেল মিয়া, মনির হোসেন, হারেজ খান, শাপলা, শানমিন শায়েরী, সুমাইয়া আক্তার, বৃষ্টি আক্তার, ইউশা হালিম, শাহিদা, ছায়মা খান, বিউটি আক্তার, সাথী আক্তার, শাকিল আহমেদ, মনিরুল ইসলাম, সম্পা আক্তার, শিমরোজ, জাহিদুল ইসলাম তালহা, শাহিনুর হোসেন, সামিউল আলম সামনুন, নাসরিন ও শাহাদত হোসেন। চাতকী খেলায় বিভিন্ন ইভেন্টে পুরষ্কারপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন- আসাদুজ্জামান তন্ময়, তৌহিদুল ইসলাম রবিন, অন্তর, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, লাভনী আক্তার সুরভী, ঝুমা আক্তার, আয়সা সিদ্দিকা, আবিদা সিদ্দিকা, মুন্নী আক্তার ও সাবিনা আক্তার।
এছাড়া গোলক নিক্ষেপ খেলায় মোশারফ মোল্লা, অন্তর, বুলবুল হোসেন, জিহাদ তালুকদার অপু, গোলাম রব্বানী, মেহেদী হাসান, সামিয়া তারিক, সাবিনা আক্তার, সুরমা আক্তার ও শিলা আক্তার। দীর্ঘ লম্ফে ইমন মিয়া, ইফতেখার মাহমুদ নিশান, আজাদ, রাসেল মিয়া, হারুন অর-রশীদ, সমিউল আলম, আসাদুল ইসলাম, হাবিবুর রহমান, সিয়াম উদ্দিন, মুন্না, শিমুল, সুমাইয়া আক্তার, মীম আক্তার, সুমা আক্তার, বৃষ্টি আক্তার, শাহিদা আক্তার, জিনিয়া তাসমিন নিপু। উচ্চ লম্ফে চাঁদনী আক্তার, রুকসানা খাতুন, নুসরাত জাহান, রুবেল মিয়া, সিয়াম ইসলাম, শানমিন শায়েরী, সুমা আক্তার ও সোমাইয়া আক্তার এবং বর্শা নিক্ষেপ খেলায় হাসিবুল হাসান হাসিব, মেহেদী আলম, কামরান আহম্মেদ পুরষ্কার অর্জন করে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে ১০৫টি পুরষ্কারের মধ্যে করটিয়া সা’দত কলেজের ছাত্রছাত্রীরা ২৭টি পুরষ্কার অর্জন করে শীর্ষ স্থান দখল করে। দ্বিতীয় স্থান অর্জন করে ভূঞাপুর উপজেলার ইব্রাহীম খাঁ কলেজ।