বসন্ত ও ভালবাসা দিবসে টাঙ্গাইলে আলোচিত নায়িকা পরীমনি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর বিনোদন লিড নিউজ

হাসান সিকদার ॥
বসন্তবরণ ও বিশ্ব ভালবাসা দিবসে টাঙ্গাইল মাতালেন বহুল আলোচিত ও বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় প্রসাধনীর শোরুম ‘হারল্যানের’ উদ্বোধন করেন তিনি। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পরীমনি ভক্ত-অনুরাগীদের জন্য সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় চিত্রনায়িকা পরীমনি বলেন, আজকে বিশ্ব ভালবাসা দিবসে আপনাদের ভালবাসা সবার কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই। আমরাও সেই ভালবাসার অংশীদার হতে চাই। আমাকে কি আপনারা সত্যি সত্যি ভালবাসেন? আমরা একটি অর্থেনটিক প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে হারল্যান। এখানে শুধু একটা প্রোডাক্ট নয়, এখানে অর্থেনটিক হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। রূপচর্চার জন্য যা যা দরকার সবই নিয়ে এসেছি।
চিত্রনায়িকা পরীমনি আরও বলেন, পরীর মতো সুন্দর কাউকে হতে হবে না। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে সুন্দর, নিজস্বভাবে সুন্দর। সেই সৌন্দর্যকে আপনারা যতœ করবেন। নিজেকে অনেক ভালবাসতে হবে। তাহলে সুন্দর থাকা যাবে। আমরা সকলেই নিজেদের মতো করে সুন্দর থাকবো। আমরা হারল্যানের পাশে থাকবো, আর মানুষ ও দেশকে ভালবাসবো। আমার জন্য সকলেই দোয়া করবেন। আপনাদের দোয়া, আশির্বাদ ছাড়া এখানে আমি দাঁড়াতে পারতাম না। আজীবন এভাবেই আমাকে ভালবাসবেন। আপনাদের আমি সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যাবো ইনশাল্লাহ।
পরে দর্শকদের নিয়ে তিনি সেলফি তোলেন ও স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, প্রেমের ছড়াছড়ি। হায়রে কী যে করি, হায়রে কী যে করি, আমি ডানাকাটা পরী, আমি ডানাকাটা পরী গান পরিবেশন করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন হারল্যানের সিইও এমদাদুল হক সরকার, রিমার্কের হেড অফ সেলস মাজেদুর রহমান রতন, হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে নায়িকা পরীমনি টাঙ্গাইল জেলা সদরের আকুরটাকুর পাড়ায় অর্থেনটিক রিটেইল কসমেটিক শপ ‘হারল্যান স্টোর’ এর উদ্বোধনে করেন।
পরীমনিকে একনজর দেখতে ‘হারল্যান স্টোর’ এবং পৌর উদ্যানে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন বয়সী ছেলে ও মেয়েরা কাছ থেকে পরীমনিকে একনজর দেখতে ছুটে আসেন।

২৪২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *