স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ১১ মাটি ব্যবসায়ীর কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত পর্যন্ত মাটি কাটার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এছাড়া অবৈধভাবে মাটি পরিবহন করায় ৬টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
জানা গেছে, মির্জাপুর উপজেলার অর্ধশতাধিক স্থানে বংশাই ও লৌহজং নদীর পার এবং আবাদী জমির মাটি অবৈধভাবে কাটা শুরু করে কতিপয় ব্যবসায়ীরা। এ নিয়ে টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় অবলাইন নিউজ পোর্টাল টাঙ্গাইল নিউজবিডি তে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদগুলো জেলা ও স্থানীয় প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মাসুদুর রহমান উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ী তন্ময় রাজ বংশীকে এক লাখ, স্বপন মিয়াকে ৫০ হাজার, জামাল মিয়াকে ৫০ হাজার, আলী আকবরকে ৫০ হাজার, শুভ মিয়াকে ৫০ হাজার, আরিফ খানকে ৫০ হাজার, আপন মাহমুদকে এক লাখ, হৃদয় হোসেনকে ৫০ হাজার, সাইফুল ইসলামকে দুই লাখ, সুমন মল্লিককে ৫০ হাজার, শাহ আলম সিকদারকে ৫০ হাজার ও ইয়াসিন সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অবৈধভাবে মাটি পরিবহন করায় ৬টি ডাম্প ট্রাক জব্দ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
এর আগে গত এক সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মাসুদুর রহমান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি ভেকু মেশিন, ১২টি ডাম্প ট্রাক, একটি লোভেট ও একটি ড্রেজার জব্দ করেন। এছাড়া বিভিন্ন মাটি লুটেরার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৮টি ডাম্প ট্রাক, ৬টি ভেকু মেশিন, একটি লোভেট ও একটি ড্রেজার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।