টাঙ্গাইলে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের তিন এমপি

গোপালপুর টাঙ্গাইল টাঙ্গাইল স্পেশাল দেলদুয়ার ধনবাড়ী নাগরপুর ভূঞাপুর মধুপুর রাজনীতি লিড নিউজ

হাসান সিকদার ॥
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার (১৮ ফেব্রুয়ারি) চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবে দলটি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এর আগে সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করেন। পরে শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ১ হাজার ৫৫৩ জনের মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ৪৮টি বেছে নিতে হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার অনুমতি ও সর্বসম্মতিক্রমে ৪৮টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করছি।’ আর এই তালিকায় এবার টাঙ্গাইল জেলার তিনজন নারী স্থান পেয়েছে।
তারা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে শামসুন নাহার চাঁপা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এ্যাডভোকেট তারানা হালিম, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে অপরাজিতা হক।
কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে শামসুন নাহার চাঁপা তিনি এই আসনের বর্তমান এমপি ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বোন। শামসুন নাহার চাঁপা এবারই প্রথম সংরক্ষিত নারী আসনে এমপি হলেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এ্যাডভোকেট তারানা হালিম এর আগেও সংরক্ষিত নারী আসনে এমপি হয়েছিলেন। এছাড়া তিনি টেকনোক্রেট কোঠায় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এদিকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে অপরাজিতা হক একাদশ জাতীয় সংসদেও সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি।

 

 

৩৩৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *