সাদ্দাম ইমন ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল নয়টায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ওলিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাইম ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল শাখার ফাস্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শাহিনুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন ও ইফতেখারুল অনুপম এবং কোষাধ্যক্ষ আব্বাস আলী সরকার।
জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ৮টি স্কুল ২টি গ্রুপে বিভক্ত হয়ে লাল বলে ৫০ ওভারের ম্যাচে অংশগ্রহণ করবে দলগুলো। “ক” গ্রুপে টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমিক স্কুল ও টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়। “খ” গ্রুপে দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়।
প্রথম পর্বে সিঙ্গেল লীগ ভিত্তিতে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর ২টি গ্রুপ থেকে ৪টি দল সেমিফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো হবে- আগামী (১৭ ফেব্রুয়ারী) দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ, (১৯ ফেব্রুয়ারী) সৃষ্টি একাডেমিক স্কুল ও টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়, (২১ ফেব্রুয়ারী) পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, (২৩ ফেব্রুয়ারী) টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় ও সৃষ্টি একাডেমিক স্কুল, (২৪ ফেব্রুয়ারী) দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়, (২৬ ফেব্রুয়ারী) বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও সৃষ্টি একাডেমিক স্কুল, (১ মার্চ) বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ ও পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়, (২ মার্চ) টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় ও টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়, (৪ মার্চ) দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, (৫ মার্চ) বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় ও (৬ মার্চ) বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে তৃনমূল পর্যায় থেকে ক্রিকেটার তৈরির লক্ষ্যে নিজ স্কুলের বাইরে অন্য স্কুলের ৫জন অতিথি খেলোয়াড় অর্ন্তভুক্ত করতে পারবে।