স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলে দুই দিনব্যাপী উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শেষ হয়। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চেলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওয়াতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক জয়নাল আবেদিন।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দুলাল উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চেলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পেরে উপ-প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, সিনিয়র মনিটরিং অফিসার নাজমুর হাসান, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি উপ-পরিচালক শোয়েব মাহমুদ, নুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন তালুকদার প্রমুখ।
প্রশিক্ষণে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের প্রকল্প বাস্তবায়ন কৌশল, লাগসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও চাকুরি বিধিমাল নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় টাঙ্গাইল জেলার সকল উপজেলা থেকে ৬০ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।