স্টাফ রিপোর্টার ॥
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই পড়ার প্রতি সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা জাগানোর লক্ষে টাঙ্গাইলে পাঁচদিন ব্যাপী ‘অমর একুশে বই মেলা’ শুরু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন উড়িয়ে এই বই মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে আলোচনা সভায় অংশ নেন অতিথিবৃন্দরা।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোন্দকার ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, ‘অমর একুশে বই মেলা’ আগামী ২১ তারিখে শেষ হবে। এতে ৫৫টি স্টল অংশগ্রহণ করেছেন।