
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলা ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা উচ্চ বিদ্যালয়ে ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পাকুল্যা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় নৃত্য অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাকুল্যা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আনছারীর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু, আমিরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী, সাদেক আলী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, এ.জে গ্রুপের চেয়ারম্যান এস এম জব্বার, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাদত আল রাজী, পাকুল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম চাকলাদার প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ও সাবেক সিনিয়র শিক্ষক সোরহাব আলী, অভিভাবক সদস্য আলমগীর সরকার, শফিকুল ইসলাম, আলীম আল রাজি, সাইফুল ইসলাম সরকার, কো-অপ্ট সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের নেতা সুজায়েত হোসেন ও সাংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাহিদা খাতুন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়াতে পাকুল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা আনন্দিত। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।