স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচিত শিক্ষককে হত্যার পর বালু চাপার ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা খাতুন পরকীয়া প্রেমিকা জাহানারা ও তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ৬ দিনের রিমান্ড আবেদন করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এরআগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন শিক্ষককের স্ত্রী আয়েশা খাতুন। আসামীরা হলেন, পরকীয়া প্রেমিকা জাহানারা ওরফে জয়নব বেগম, তার স্বামী আব্দুল বারেক, প্রতিবেশি ছবুর ও জাকির।
মামলা সূত্রে জানা গেছে, শিক্ষক আব্দুল হক সুদ ব্যবসার অংশিদার জাহানারা ওরফে জয়নবের কাছে টাকা চাইতে বাড়িতে যায়। পরে পাওনা টাকা চাওয়া নিয়ে তাকে হত্যা করে। পরে তার মরদেহ গুম করার জন্য জাহানারা ও বাকি আসামীরা বালু চাপা দেয়। পরে তাদের বাড়ির পাশ থেকে বালুর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রাতে স্বামী ও স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। ৬দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।