
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষার হলে অসাধুপায় অবলম্বন (ডিজিটাল ডিভাইস) ব্যবহার করার দায়ে মারুফ নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিস্কৃত ওই শিক্ষার্থী কস্তুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।
কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মিজানুর রহমান তালুকদার জানান, রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে বহিস্কৃত ওই পরীক্ষার্থীর সাথে মোবাইল ও ডিজিটাল ডিভাইস পাওয়া যায়। ওই ডিভাইসের মাধ্যমে ওই শিক্ষার্থী প্রশ্নের উত্তর জানতে বাহিরে থাকা তার বন্ধু অজিজুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক তাকে হাতেনাতে ধরেন এবং তাৎক্ষণিক বহিষ্কার করেন। কালিহাতীতে পরীক্ষা কেন্দ্রে অসাধু উপায় হিসেবে ডিজিটাল ডিভাইস ব্যবহারের এমন চেষ্টা এর পূর্বে দেখা যায়নি।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন বলেন, শিক্ষার মান উন্নয়নের সাথে কোন আপোষ নাই। আমরা চেষ্টা করছি সুন্দর ও মানসম্মতভাবে পরীক্ষা পরিচালনা করতে।