
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপির বিরুদ্ধে কুৎসা রটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি এলাকাবাসীর আয়োজনে মুশুদ্দি গ্রামের বালুর মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুশুদ্দি ইউনিয়নের চেয়ারম্যান আবু কায়সার, উপজেলা যুবলীগের সহ সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন,বীর মুক্তিযোদ্ধা শহীদ আলী, ইউপি সদস্য সুরুজ্জামান, আক্তার হোসেন, আব্দুস ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বেসরকারী একটি টেলিভিশনে সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপির বিরুদ্ধে কুৎসা রটনা ও তার ভাই ইউপি চেয়ারম্যান আবু কায়সারের বিরুদ্ধে জমি বেদখলের মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে এ ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। বক্তারা মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে মুশুদ্দি ইউনিয়নের চেয়ারম্যান আবু কায়সার জানান, তার নিজস্ব ক্রয়কৃত ১২ বিঘা ক্রয় করেছি আর ৬ বিঘা জমি আমি রেওয়াজ করেছি। আমি কোন জমি বেদখল করিনি। আমার ভাই সাবেক কৃষিমন্ত্রীকে জড়িয়ে আমার নামে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় জমি বিক্রয়কারী হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদ আলী, মিনু মুন্সীসহ এলাকাবাসীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।